
নিজস্ব প্রতিবেদক : গতবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে ১৫ হাজার ১৫২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
গতবছর শিক্ষা ও প্রযুক্তি খাতে ৫০ হাজার ২৯২ কোটি টাকা (সংশোধিত) বরাদ্দ থাকলেও এবার বাজেটে তা বাড়িয়ে ৬৫ হাজার ৪৪৪ কোটি টাকার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।