মো: নিয়ামুল হাসান নিয়াজ, বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ এবং হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখি মাধ্যমিক বিদ্যালয় মাঠটিতে গরুর হাট বসে ধীর্ঘ দিন ধরে। যেদিন হাট বসে সেদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেমন হবার তেমনই হয়ে যায়। যে গেট দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করে সেই গেট দিয়েই গরু প্রবেশ করানো হয়ে থাকে। হাটের দিন ওই শিক্ষা প্রতিষ্ঠান বারান্দা-মাঠ সব কিছুই মানুষের দখলে চলে যায়। ঘটে থাকে নানা ধরণের অপ্রীতিকর ঘটনা। ওই মাঠের মধ্যবর্তি জায়গায় অবস্থিত মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভ। ওই স্তম্ভটিকেও বিভিন্নভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। এসব নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে মধ্য থেকে গরুর হাট অপসারণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক মহোদয়ের
দৃষ্টি আকর্ষণ করছি।