
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বিএনপি ঘরোয়ানা তিনটি, আওয়ামীলীগ মনোনীত দুইটি ও আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
গত রবিবার ৩১/০১/২০২২-ইং সকাল ৮ ঘটিকায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সড়ব উপস্থিতিতে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন, ইউ, পি সাধারণ সদস্য পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪৩ জন অংশগ্রহণ করে।
মানিকগঞ্জ জেলার ষষ্ঠ ধাপের শেষ নির্বাচনে শিবালয় উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার একান্ন জন ভোটার ইভিএম পদ্ধতি ব্যবহার করে সরাসরি ভোট দানের মাধ্যমে
নির্বাচিতরা হলেন, শিবালয় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলাল উদ্দিন বিএনপি ঘরোয়ানা (স্বতন্ত্র) , উলাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান বিএনপি ঘরোয়ানা (স্বতন্ত্র), মহাদেবপুর ইউনিয়নে শাহজাহান মিয়া বিএনপি ঘরোয়ানা (স্বতন্ত্র), উথলি ইউনিয়নে আব্বাস আলী (আওয়ামীলীগ ), শিমুলিয়া ইউনিয়নে জহির উদ্দিন মানিক (আওয়ামীলীগ ), আরুয়া ইউনিয়নে মোনায়েম মুনতাকিম খান অনিক ( আওয়ামীলীগের বিদ্রোহী ) ও তেওতা ইউনিয়নে মোশারফ হোসেন মোল্লা (আওয়ামীলীগের বিদ্রাহী)।