সিরাজগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মিরু ও তার ছোট ভাই হাবিবুল হক মিন্টুকে আবারো দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে গত ২০ ফেব্রুয়ারি আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ ও ১৫ ফেব্রুয়ারি দুই দফায় মেয়র মিরুসহ ৮ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে মামলা করেছেন।