
গোপালগঞ্জ প্রতিনিধি : র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শংকিত থাকা পশ্চিমা অর্থনীতিবিদদের মুখে চুনকালি মেখে এগিয়ে চলছে বাংলাদেশ।
তিনি বলেন, ছোট ছোট সোনামণিদের গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষা গ্রহণ করতে হবে। এ শিক্ষার স্ট্যান্ডার্ড হতে হবে গ্লোবাল স্ট্যান্ডার্ড। যাতে অন্যান্য দেশের তাদের সমবয়সি শিশুদের সঙ্গে বুক ফুলিয়ে বা বুক উঁচু করে প্রতিযোগিতা করতে পারে।
রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান সোনালি স্বপ্ন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দেশে যারা শিক্ষাগ্রহণ করছে তাদের গ্লোবাল ওয়াইজ শিক্ষা গ্রহণ করতে হবে। শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষা হতে হবে গ্লোবাল, ক্রিয়েটিভ ও স্ট্যান্ডার্ড। তাদের মধ্যে ডিজিটাল পরিবেশ তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের শিশুদের আইসিটি জেনারেশন হিসেবে প্রস্তুত করতে হবে। শিশুকাল থেকেই তারা পরিচিত হবে আইটি ও আইসিটির সঙ্গে।’
সোনালি স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানের উপদেষ্টা ইমরুল কায়েস, মৃণাল কান্তি রায় চৌধুরী ও অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।
পরে অনুষ্ঠানস্থলে ওই স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।