
নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতের অপারেশন হবে শনিবার। আশঙ্কা করা হচ্ছে, অপারেশনের সময় হয়ত তার হাত কেটে ফেলতে হতে পারে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, শনিবার মুক্তামনির অপারেশন হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। তবে অপারেশনের আগে অবশ্যই এ বিষয়ে তার বাবা-মার সাথে কথা বলে অনুমতি নিতে হবে।
বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমরা ধারণা করেছিলাম মুক্তামনির হাইপারকেরাটসিস হয়েছে। এ জন্য তার বায়োপসি করা হয়। তবে এখনো কোনো রোগ সনাক্ত করা যায়নি।’
প্রসঙ্গত, ডান হাতে বিরল রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইশা গ্রামের ১২ বছরের কিশোরী মুক্তামনিকে উন্নত চিকিৎসার জন্য গত মাসে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুক্তামনি ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।