নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শিহাবের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম রোববার এ রিমান্ডের আবেদন করেছেন। বেলা ৩টায় ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর সন্ধ্যায় বিমানবন্দরের উত্তর প্রান্তের ৬ নম্বর গেটের সামনে শিহাবকে ছুরি হাতে দেখতে পান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তাকে ধরতে গেলে তিনি দৌড়ে ৪ নম্বর গেটের দিকে যান। ৪ নম্বর গেটের সামনে এক আনসার সদস্য তাকে ধরার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে ৩ নম্বর গেটের দিকে এগিয়ে যান শিহাব। সেখানেও এক আনসার সদস্য আটকাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন শিহাব। আহতদের মধ্যে সোহাগ আলী (২৪) নামে এক আনসার সদস্য ওই রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ৭ নভেম্বর বিমানবন্দর আনসারের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় একমাত্র আসামি শিহাব। পরদিন মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এজাজ শফীকে তদন্ত করে ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।