শীত তো পড়েই গেছে। আর শীত মানেই উপরি পাওনা নির্জীব আর শুষ্ক ত্বক। শীতে ত্বকের একেবারে দফারফা। শীত মনে আতঙ্ক ধরিয়ে দেয়। আর তাই শীতের শুরুতেই রইল কয়েকটা ঘরে তৈরি ফেস মাস্ক আর ফেস প্যাকের হদিস যা নিমেষে আপনার ত্বককে উজ্জ্বল আর সজীব করবে। এই ফেস মাস্ক বা প্যাক হারিয়ে ফেলা আর্দ্রতা ফিরিয়ে দেবে এবং আপনি হয়ে উঠবেন আরও বেশি আকর্ষণীয়।