
আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু অস্ত্রধারী পাকিস্তানে সরকারের শীর্ষ নির্বাহী পদে শূন্যতা রেখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এই সুযোগে পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা নিয়ে গুঞ্জন চলছে। এই মুহূর্তে দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ জায়গা করে নিলেও তাদের মূল সমস্যা রাজনৈতিক ব্যর্থতা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের কোনো বেসামরিক প্রধানমন্ত্রী ক্ষমতার পূর্ণ পাঁচ বছর পূরণ করতে পারেননি- নওয়াজ শরিফও পারলেন না।
স্বাধীন পাকিস্তানের ৭০ বছরের রাজনৈতিক ইতিহাসে সামরিক শাসন গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সামরিক অভ্যুত্থানে বারবার বাধাগ্রস্ত হয়েছে দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা।
প্রতিবেশী পরমাণু অস্ত্রধারী ও চিরবৈরী ভারতের সঙ্গে পাকিস্তানের সহাবস্থান কখনো দেখা যায়নি। থেকে থেকে সীমান্তে উত্তেজনা এই দুই দেশের প্রধান সাংঘর্ষিক বৈশিষ্ট্য- যা ভারত ও পাকিস্তানের মূলধারার রাজনীতিতে জ্বালানি জোগায়। তা ছাড়া প্রায় আড়াই দশক ধরে পাকিস্তানে জঙ্গি তৎপরতা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় সরকারের সর্বোচ্চ পদে শূন্যতা দীর্ঘায়িত হলে তা বিশৃঙ্খলা উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির তকমা মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তান মুসমিল লীগ-এন-এর সভাপতি নওয়াজ শরিফকে। পাকিস্তানে দীর্ঘ চার দশক ধরে জনপ্রিয় রাজনীতিক তিনি। তিনবার সরকার গঠন করেছেন। তা সত্ত্বেও জনপ্রিয় এই নেতা ক্ষমতায় টিকে থাকতে পারলেন না। দুর্নীতির দায়ে এই যে বিদায়- তা তাকে রাজনীতির মাঠে অজনপ্রিয় করে তোলার জন্য বিশেষ ভূমিকা রাখতে পারে। বিরোধী দলগুলো এই সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্টা করবে অবশ্যই। রাজনীতি থেকে নওয়াজকে মাইনাস করার চেষ্টাও চলবে। এসব মোকাবিলা করে টিকে থাকতে হবে তাকে।
প্রধানমন্ত্রীর পদে সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করলেও তিনি দলের সভাপতি হিসেবে বহাল থাকছেন। ফলে সরকার পরিচালানায় নেপথ্যের নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। কিন্তু সেই ভূমিকা কি দলের অন্তর্কলহ মেটাতে যথেষ্ট হবে- এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। অপরদিকে, সরকার প্রধান হিসেবে নওয়াজের অভিভাবকত্ব ও কর্তৃত্ব দলের সবাই মেনে নিলেও তার বদলে অন্য কেউ সেই ভূমিকা গ্রহণে কতটা সফল হবেন- তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
নওয়াজ শরিফের উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী পদে তার ছোট ভাই শাহবাজ শরিফের নাম শোনা যাচ্ছে। আজ শনিবার চূড়ান্ত মনোনয়ন পেতে পারেন শাহবাজ। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নওয়াজ শরিফের সংসদীয় আসন থেকে উপনির্বাচনে জিততে হবে। এক্ষেত্রে নওয়াজের মুসলিম লীগের জন্য কঠিন চ্যালেঞ্জ- পাঞ্জাবের জন্য নতুন মুখ্যমন্ত্রী খুঁজে বের করা। এক্ষেত্রে নওয়াজ যদি তার পরিবারের কাউকে পছন্দ করেন, তাহলে তা নিয়ে দলে অন্তর্কোন্দল দেখা দেওয়া অস্বাভাবিক কিছু নয়।
মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শাহবাজ শরিফের উপনির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া পর্যন্ত ক্ষমতার শূন্যতা থেকে যাচ্ছে। অবশ্য এ সময়ে একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ করতে যাচ্ছে মুসলিম লীগ-এন। শনিবারই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে। সোমবার পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
নওয়াজ শরিফের পদত্যাগ ও শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ- এ সময়ে ক্ষমতার শূন্যতার সুযোগে পাকিস্তানে যদি বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে ওঠে- তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। স্বৈরশাসন পাকিস্তানের হাড়ি-নাড়িতে ঢুকে আছে। বেসামরিক সরকারের সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর সম্পর্ক কখনো মধুর ছিল না। প্রায় সময় পাকিস্তানের বেসামরিক বিষয়েও নাক গলাতে দেখা যায় সেনাবাহিনীকে। গত চার বছর নওয়াজ শরিফের আমলে সামরিক বাহিনীর সঙ্গে কিছু বিরোধের তথ্যও রয়েছে। তবে মোটা দাগে সামরিক বাহিনী হুমকি হয়ে ওঠেনি। কিন্তু বিশৃঙ্খলা চড়াও হলে সামরিক বাহিনীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের।
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন