নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেছেন, ‘দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। শুধু চুনোপুঁটি নয়, পুকুর সেচে পানিশূন্য করে সব মাছ ধরে আনা হবে।’
বুধবার কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থার উপ-পরিচালকদের এক প্রশিক্ষণ কোর্সে বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দেন তিনি। ওই প্রশিক্ষণে কমিশনের ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
দুদকের এ মহাপরিচালক বলেন, ‘অভিযানে শুধু রুই-কাতলাদের গ্রেপ্তার নয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ যথাযথ আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে আনার ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি করে উপার্জিত অর্থ কাউকেই ভোগ করতে দেওয়া হবে না।’
নির্ভয়ে ও নিঃশঙ্কচিত্তে দুর্নীতিবিরোধী অভিযান সফল করতে হলে আগে দুদক কর্মকর্তাদেরই দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
দুদকের মহাপরিচালক হিসেবে গত মাসে যোগ দেন মোহাম্মদ মুনীর চৌধুরী। এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি ও বিদ্যুৎ খাতে দায়িত্ব পালনকালে সরকারি সম্পদ উদ্ধার, রাজস্ব আদায় করে ব্যাপক আলোচিত হন তিনি।