
বিনোদন প্রতিবেদক : রমজান উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সুফী গানের দুই শিল্পী কাজী শুভ এবং শাহরিয়ার রাফাতের ‘রোজাদার’ শিরোনামের একটি গান।
মঙ্গলবার (৬ জুন) ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এর ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে গানটি। ‘হে রোজাদার রাখো রোজা/ রোজা রাখার মতো’ এমন কথার গানটি লিখেছেন- আবু তাহের বেলাল, সুর করেছেন- হরি মোহন দেবনাথ এবং সংগীতায়োজন করেছেন- মীর মাসুম।
গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘গানটিতে মহান আল্লাহর আদেশ রোজা শুদ্ধভাবে পালনের কথা বলা হয়েছে। পাশাপাশি রোজার পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে। গানটির সুর করা হয়েছে হামদ-নাত এর আদলে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। পাশাপাশি দর্শক-শ্রোতা রোজার আদব সম্পর্কেও জানতে পারবেন।’
গানটির ভিডিও সম্পর্কে রাফাত বলেন, ‘একজন রোজাদার ব্যক্তি যে রোজা রাখা অবস্থায় কোনো অন্যায় কাজ করতে পারে না, কিংবা করলেও তিনি অনুশোচনায় ভোগেন গানটির ভিডিওতে দর্শক-শ্রোতা এমনটাই দেখতে পাবেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে নিজেকে সপে দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। এটি একটু হলেও একজন ধর্মপ্রাণ মানুষের হৃদয়কে নাড়া দেবে।’
রায়হান রাফি পরিচালিত এ ভিডিওতে চলচ্চিত্রাভিনেতা এস আই ফারুকসহ অনেকে অভিনয় করেছেন।
দেখুন : ‘রোজাদার’ গানটি