ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ্
আজ শুভ বিজয়া দশমী। সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ মঙ্গলবার (১১ অক্টোবর) এবারের মতো সমাপ্তি ঘটল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার সকাল ১১ টায় বিজয়া দশমীর বিহিত পূজা। বিজয়া দশমী উপলক্ষে আওরাবুনিয়া বাজারে শোভাযাত্রা বের করে এসময় উপস্তিত ছিল ইউপি চেয়ারম্যান কামরুজ্জান লিটন নকিব ও পূজা কমিটির সভাপতি বাবু বিনয় কৃষ্ণ হালদার ও ইউপি সদেস্যরা।এর পর বিকাল সাড়ে ৩টায় ভক্তরা তাদের প্রতিমা নিয়ে বিশখালী নদীর মধ্যে প্রান্তে আওরাবুনিয়া সর্বজনীন দূর্গা মন্দির সহ সকল মন্পপের প্রতিমা এক যোগে বিসর্জন করে।
জানাগেছে, এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি।এর মধ্যে ঝালকাঠি জেলায় ২০০ টির বেশি পূজা মন্ডপ রয়েছে কঠালিয়া উপজেলার ৬ টি ইউনিয়ানে মোট ৫৫ টি মন্ডপে এক যোগে প্রতিমা বিসর্জন করে।