
ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই হোঁচট খেয়েছে লিভারপুল। নিজেদের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল।
আগের দিন ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে আবেদন করা ফিলিপে কুতিনহো পিঠের চোটের কারণে শনিবারের এই ম্যাচে ছিলেন না। বার্সেলোনার ‘টার্গেটে’ থাকা ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে ছাড়া ওয়াটফোর্ডের মাঠে খেলতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। অষ্টম মিনিটে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন স্টেফান ওকাকা।
২৯ মিনিটে গোলটা শোধ করেছিলেন লিভারপুলের সাদিও মানে। কিন্তু তিন মিনিট পরই আবদুলে ডোকোরের গোলে আবার এগিয়ে যায় ওয়াটফোর্ড। ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।
বিরতির পর ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে ২-২ সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। দুই মিনিট পর সালাহর গোলে এগিয়েও যায় ‘অল রেড’রা। কিন্তু যোগ করা সময়ে স্বাগতিকদের উরুগুইয়ান ডিফেন্ডার ব্রিটোসের হেডে পয়েন্ট হারাতে হয় অতিথিদের।