
বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান।
ব্যাটিংয়ে আছেন তামিম ইকবাল (৬৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩)। এ জুটি ৮৭ রান সংগ্রহ করেছে।
আউট হয়ে ফিরে গেছেন : ৮/১ সৌম্য সরকার (৫), ৯/২ সাব্বির রহমান (০), ৪৭/৩ মুশফিকুর রহিম (১৩), ৭০/৪ সাকিব আল হাসান (১৪)।
নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ডের একাদশ : পল স্টার্লিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), নীল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), অ্যান্ড্রু বালবিরনি, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ ও পিটার চেস।