নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পাঁচটি বিদেশি এবং তিনটি দেশীয় দল নিয়ে শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের। বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটি চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান এম এ লতিফ এমপি, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজক কমিটির চিফ কো-অর্ডিনেটর তরফদার রুহুল আমিন, মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক আলী আব্বাস।
শনিবার উদ্বোধনের মধ্যে দিয়ে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এম এ লতিফ এমপি বলেন, ফুটবলকে জনপ্রিয় করতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় চট্টগ্রামে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা করতে পারছি। এ টুর্নামেন্ট সফল করতে আমরা সকলের সার্বিক সহায়তা চাই।
বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং ঢাকা মোহামেডান দেশীয় দল হিসেবে এই আন্তর্জাতিক টুর্ণমেন্টে অংশ নিচ্ছে। বিদেশি দলগুলোর মধ্যে রয়েছে কোরিয়ার পোচন সিটিজেন ফুটবল ক্লাব, আফগানিস্তানের শাহিন আসমাই এফসি, কাজাখস্তানের এফসি অলগা, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, নেপালের মানাং মার্সিয়াংদি।
শনিবার টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত। প্রথম রাউন্ডে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে গ্যালারির দর্শকদের জন্য ৫০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ১০০ টাকা। সেমিফাইনালে গ্যালারির টিকিট ১০০ টাকা ও প্যাভিলিয়নের ২০০ টাকা। ফাইনাল খেলায় টিকিটের দাম গ্যালারির দর্শকদের জন্য ৩০০ টাকা ও প্যাভিলিয়নের দর্শকদের জন্য ৫০০ টাকা।