আল-আমীন, মেহেরপুরঃশেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মেহেরপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিকালে সাড়ে ৪টার সময় শহরের নতুন পাড়া মোড় থেকে সংগঠটির জেলা শাখার সভাপতি সাইফুল আজম তাপসের নেতৃত্বে আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক আতিক স্বপন, জেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হকসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মেহেরপুর জেলা শাখা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে নতুনপাড়া মোড়ে শেখ রাসেলের স্মৃতি স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।