নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল হত্যার ছবি বাংলাদেশসহ বিশ্ববাসীর সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল হত্যার কী কোনো ছবি কারো সংগ্রহে আছে? যদি ছবি থেকে থাকে তা সবার সামনে তুলে ধরুন। রাসেল হত্যার ছবি দেখে বাংলাদেশসহ বিশ্ববাসী চোখের জল ধরে রাখতে পারবে না।
মতিয়া চৌধুরী বলেন, বিশ্ববাসীকে কাঁদিয়েছে সমুদ্র তীরে পড়ে থাকা শিশু আয়লানের মরদেহের ছবি। নাড়াও দিয়েছে বিশ্ব বিবেককে। অপরদিকে সিরিয়ার শিশুর সমস্ত শরীর বেয়ে রক্ত ঝরেছে। কিন্তু সেই শিশুটি জানে না তার কী অপরাধ? একই ভাবে শিশু শেখ রাসেলকেও ঘাতকেরা হত্যা করেছে। রক্তঝরা রাসেল হত্যার সেই ছবি তুলে ধরতে পারলে বাংলাদেশসহ বিশ্ববাসীও কাঁদবে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ানম্যান রকিবুর রহমান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।
চিত্র প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেবেন।