শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। যাদের নমুনা পরীক্ষার জন্য কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) সকাল পৌনে ৮ টার দিকে হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। ১৮ এপ্রিল (শনিবার) রাত ৯ টা ৫০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

এর ২২ ঘণ্টা আগে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার ৮০ এক বৃদ্ধের মৃত্যু হয়। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তবে মারা যাওয়ার আগে গত শুক্রবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।