শেরপুর প্রতিনিধি :
শেরপুরে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে বন্যহাতির আক্রমণে ইয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১৭ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭ দিনে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্যহাতির আক্রমণে দুই মহিলাসহ ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালিজুরি এলাকায় রাতে ৫০/৬০ টি হাতি নেমে আসলে বৃদ্ধ ইয়ার হোসেন ঘর থেকে বের হওয়ার সময় বন্যহাতির সামনে পড়ে। এ সময় তিনি একটি হাতির সামনে পড়লে বন্যহাতিটি তাকে শুড় পেচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।