
নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির নেতা মো. আসলাম হোসেন ওরফে র্যাশ ওরফে আবু হাররাকে (২৪) জিজ্ঞাসাবাদ শেষে গুলশানের হলি আর্টিজান হামলা মামলার চার্জশিট তৈরি করা হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজমের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় যারা জঙ্গি হামলা চালিয়েছিল তাদের প্রশিক্ষণ দিয়েছিল র্যাশ।’
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনিরুল ইসলাম।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাশকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। পরে নাটোর থেকে বিকেলে র্যাশকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
মনিরুল ইসলাম বলেন, ‘গুলশান হামলার সঙ্গে জড়িতদের অনেকে জঙ্গিবিরোধী অভিযানে মারা গেছে। অনেককে আমরা গ্রেপ্তার করেছি। এর তদন্ত শেষ পর্যায়ে। আশা করছি র্যাশকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা হলি আর্টিজান মামলার চার্জশিট দিতে পারব।’
তিনি বলেন, ‘র্যাশ গুলশান হামলার মূল সমন্বয়কারী তামিম চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ট সহযোগী ছিল। সে ওই হামলার অন্যতম পরিকল্পনাকারী। হামলায় সে অস্ত্র ও হামলাকারীদের প্রশিক্ষণও দিয়েছিল। এ ছাড়া গুলশান হামলার আগে ঘটনাস্থল রেকি করা, হামলার জন্য বাসা ভাড়া নেওয়ায় তার অংশগ্রহণ ছিল।’
কাউন্টার টেররিজম প্রধান বলেন, ‘হলি আর্টিজান হামলার পর র্যাশ নব্য জেএমবির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। জঙ্গিসংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তার ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।’