
অর্থনৈতিক প্রতিবেদক : আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনের শেষ বেলায় করবান্ধব পরিবেশে চলছে কর উৎসব।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর সপ্তাহের শেষ দিনে রাজধানীর করাঞ্চলগুলোতে গত দিনগুলোর তুলনায় কারদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
চলতি বছরে করদাতাদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি আয়কর মেলার পর প্রথমবারের মতো আয়কর সপ্তাহের আয়োজন করে।
আজ বুধবার জাতীয় আয়কর দিবস ও আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হওয়ায় করদাতাদের বাড়তি ভিড় ছিল।
তাছাড়া শেষ সময়ে সরকারি কর্মকর্তাদের মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলেই রিটার্ন জমা বাধ্যতামূলক- সরকারের এমন ঘোষণায় সরকারি কর্মকর্তারা কর অফিসে বেশি আসছেন বলে সংশ্লিষ্ট কর কর্মকর্তারা জানিয়েছেন।
কর অঞ্চল-৫ আয়কর রিটার্ন জমা দিয়েছেন এমন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শফিউল্লাহ রাইজিংবিডি বলেন, ভাবছিলাম আয়কর রিটার্ন জমার সময় বৃদ্ধি করবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই শেষ সময় আসতে হলো।
এ বিষয়ে কর অঞ্চল-৫ এর উপ-কর কমিশনার মো. আশরাফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, পুরো আয়কর সপ্তাহে করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। গতকাল পর্যন্ত আমাদের সার্কেলগুলো থেকে প্রায় ২০ হাজার করদাতাকে কর সেবা দিয়েছি। এ পর্যন্ত রিটার্ন দাখিল করছেন ২৬ হাজার ৯৮৪ জন করদাতা, আর আয়কর আদায় হয়েছে ৪৪ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৯৮৪ টাকা। আশা করছি আজ করদাতাদাদের কাছ থেকে আরো বেশি সাড়া পাওয়া যাবে।
প্রায় একই চিত্র দেখা যায় কর অঞ্চল-১০-এ। ২৯ নভেম্বর পর্যন্ত ২৪ হাজার ১৯৫ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। এর মাধ্যমে আয়কর আদায় হয়েছে ৬৮ কোটি ১৯ লাখ টাকা। আয়কর সপ্তাহে প্রায় ১৫ হাজার ব্যক্তি করসেবা নিয়েছেন।
এদিকে বুধবার এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জাতীয় আয়কর দিবসে ঘোষণা দিয়েছেন, আজই আয়কর দেওয়ার শেষ সময়। এ সময়ের মধ্যে করদাতাদের রিটার্ন জমা দিতে হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন না তারা সময়ের আবেদন করে রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের জন্য এনবিআরের দরজা সব সময় খোলা। তবে যারা করযোগ্য থাকা সত্ত্বেও আয়কর দেবেন না, তাদের খুঁজে বের করা হবে।
আজ সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সংস্থাটি। এ সময়ে র্যালিতে বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ও পোস্টার প্রদর্শন করা হয়। র্যালিতে কথাসাহিত্যিক আনিসুল হক, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নোবেল, ক্রিকেটার আকরাম খান ও মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রথমবারের মতো ৩০ নভেম্বর থেকে আয়কর দিবস পালন করছে। আয়কর সপ্তাহের শেষ দিনে আয়কর দিবস পালন করা হচ্ছে। এর আগে ২০০৮ থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বরে এ দিবস উদযাপিত হতো।