শেষ পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হলেন মোহাম্মদ আসিফ

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হলেন নারীবিদ্বেষী হিসেবে বহুল পরিচিত খাজা মোহাম্মদ আসিফ।

সোমবার তাকে এ পদে নিয়োগ দিয়েছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-এন।

খাজা আসিফ সামরিক বাহিনীরও কড়া সমালোচক। তা ছাড়া তার বিরুদ্ধে যৌনবিষয়ক অশ্লীল মন্তব্য করারও অভিযোগ রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

নওয়াজ শরিফের আজ্ঞাবহ খাজা আসিফ বেসামরিক সরকারে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত। তারপরও ২০১৩ সালে নওয়াজ শরিফ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু এতে অখুশী ছিল সেনাবাহিনী। এ পদ থেকে তাকে সরাতে নওয়াজ শরিফের ওপর চাপ সৃষ্টি করা হলেও সেনাবাহিনীর কথায় কান দেননি নওয়াজ শরিফ।

২০১৪ সালে ইমরান খান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন খাজা আসিফ অভিযোগ করেন, এর নেপথ্যের ষড়যন্ত্রকারী আর্মি জেনারেলরা। সেই সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে খাজা আসিফকে সরাতে চাপ দেয় সেনাবাহিনী।

আগে থেকেই বিতর্কিত খাজা আসিফ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় তাকে এখন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। সামরিক-বেসামরিক গোয়েন্দাদের সঙ্গেও তার যোগাযোগ রাখতে হবে। তবে শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের মতো তার যথেষ্ট যোগ্যতা আছে কিনা, তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে।