শৈলকুপায় ইউএনও কতৃক অগ্নিকান্ডে ১০টি পরিবারকে নগদ অর্থ প্রদান !

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপায় মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মোট ১০ টি পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গরু-ছাগলসহ আসবাবপত্র, তৈজসপত্র, মজুদ করা ফসল ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে বুধবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি ঘটনাস্থল আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া ও বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শণ শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ১০টি পরিবারকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আরো সহযোগিতা করার আশ্বাস দেন।

অগ্নিকান্ডে পাঁচপাখিয়া গ্রামে ক্ষতিগ্রস্থ্য বাড়ীটি পরিদর্শণকালে উপস্থিত ছিলেন আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস। কামান্না গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য বাড়ীগুলো পরিদর্শণকালো উপস্থিত ছিলেন বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।

ইবি শিক্ষকের অডিও ফাঁস: তদন্ত কমিটিতে দুই বিশেষজ্ঞ !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষকের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত ফোনালাপ ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে আরো দুই বিশেষজ্ঞকে অর্ন্তভুক্ত করা হয়েছে।
রেজিষ্টার অফিস সূত্রে জানা যায়, পূর্ব গঠিত তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে কন্ঠস্বর ও আইন বিশেষজ্ঞ হিসেবে অতিরিক্ত আরো দুই সদস্যকে কমিটির অর্ন্তভুভূক্ত করা হয়েছে। কমিটির নতুন দুই সদস্য হলেন কন্ঠস্বর বিশেষজ্ঞ হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তারেকুজ্জামান ও আইন বিশেষজ্ঞ আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডলকে অর্ন্তভুভূক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিষ্টারএস এম আব্দুল লতিফ।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো: রুহুল আমিনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত অডিও ক্লিপ ফাঁসের তথ্য সম্বলিত সম্পূর্ণ অডিও ফোনালাপ ২ এপ্রিল রোববার একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনা আমলে নিয়ে ওই দিন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আর কে এম সালেহকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রফেসর ড. সাইফুল ইসলাম ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দার।

তদন্ত কমিটিকে আগামী ৭কার্য দিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদনে জমা দিতে বলা হয়। সে হিসেবে গত ১০ এপ্রিল সোমবার তদন্ত প্রতিবেদনে জমা দানের কথা থাকলেও। আমলাতান্ত্রকি জটিলতা এবং সুষ্ঠ তদন্তের লক্ষ্যে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আরো সাত দিবস সময়ের আবেদনসহ অতিরিক্ত দুই সদস্য অর্ন্তভুভূক্তির আবেদন করে তদন্ত কমিটি। তদন্ত কমিটির এ আবেদনের প্রেক্ষিতে কমিটিতে অতিরিক্ত দুই সদস্য অর্ন্তভুভূক্ত করা হয়েছে।

কালীগঞ্জে হত্যাকান্ডের জেরে চলছে বাড়ীঘর ভাংচুর
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি হত্যাকান্ডকে পুঁজি করে চলছে বাড়ী ঘর ভাংচুর। জীবন নাশের ভয়ে বাড়ী ছাড়া ওই গ্রামের বেশ কয়েকটি পরিবার।

জানা গেছে, সম্প্রতি আধিপত্য বিস্তারের জেরে গত ১৫ মার্চ মনোহরপুর গ্রামের যুবলীগ নেতা বিপুল মন্ডল প্রতিপক্ষের হাতে নিহত হয়। এ ঘটনার পর থেকে ওই গ্রামের মোহাম্মদ আলী, সামছুল হক, তহিদুল ইসলামসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা করা হয়।

হত্যাকান্ডকে পুঁজি করে মামলা দায়েরের পর কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতার নেতৃত্বে হাসান, আরিফুল, কালো শহিদুল, আকরাম, জাহাঙ্গীর, নাজমুলসহ আরও কয়েক জন বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। তাদের ভয়ে ৩ টি পরিবার এখন ভিটেমাটি ছাড়া।

ভুক্তভোগীদের অভিযোগ, হত্যাকান্ডের আগে থেকে তারা কেউ বাড়ীতে ছিলেন না। তবুও পুর্ব শুত্রুতার জের ধরে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শুধু মিথ্যা মামলায় দেয়নি, তাদের বাড়ী ঘর ভাংচুর করে লুটপাট করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও দলীয় ক্যাডারদের ভয়ে তারা বাড়ী ফিরতে পারছেন না। তাদের দাবী এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা থেকে অব্যহতি দেওয়া হোক।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হত্যার ঘটনার পরপরই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল বলে শুনেছি। তবে এ ঘটনায় তারা কেউ আমার কাছে অভিযোগ করে নি।