শৈলকূপায় লোহার পাত্রে মিলল ২৭ টি রৌপ্য

জেলা প্রতিবেদকঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে মাটি কাটার সময় লোহার পাত্র থেকে মিলল ২৭ টি রৌপ্য মুদ্রা। বুধবার (১৭ মার্চ) সকালে বাগুটিয়া গ্রামের নেওয়াজ জোয়ার্দ্দারের বাড়ির পাশ থেকে লোহার পাত্রে থাকা এ মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলোর গায়ে ফার্সি শব্দ লেখা রয়েছে। খবর পেয়ে মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

শৈলকূপা থানার এস আই আমিরুজ্জামান জানান, বুধবার সকাল ১০টার দিকে নেওয়াজ উদ্দিন জোয়ার্দার ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বাড়ির আঙিনায় রাখার সময় একটি মুদ্রা দেখতে পায়। এরপর কৌতূহল বশত খুঁজতে খুঁজতে একটি লোহার পাত্রে আরও ২৬ টি মুদ্রা পাওয়া যায়। পুলিশকে খবর দিলে বিকেল ৩টার দিকে পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাড়ির মালিক নেওয়াজ উদ্দিন জোয়ার্দার বলেন, বাড়ির পাশ থেকে মাটি কেটে বাড়ির ভেতরে দেওয়া হচ্ছিল। মাটি কেটে বাড়ির ভেতর রাখার পর ১টি মুদ্রা দেখতে পেয়ে খুঁজে মোট ২৭ টি মুদ্রা পায়। এগুলো মুঘল আমলের মুদ্রা বলে ধারণা তাদের।