নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৪ হাজার ৭৮৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
এর আগে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন করেন।
সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেন। মেডিসিন অনুষদের ২১টি বিভাগ, সার্জারি অনুষদের ১৪টি বিভাগ ও ডেন্টাল অনুষদের চারটি বিভাগসহ মোট ৩৯টি বিভাগে ৪৬ জন অধ্যাপক, ৫৫ জন সহকারী অধ্যাপক, ২০ জন সহকারী অধ্যাপক, তিনজন কনসালট্যান্ট, ১৩ জন মেডিক্যাল অফিসার, ৫৪ জন আবাসিক চিকিৎসক, ৭৪ জন নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মকর্তা, কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষ ১১৭টি কক্ষে এই মহতী কার্যক্রমে সরাসরি অংশ নেন।
এ সময় ৪ হাজার ৭৮৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে মেডিসিন অনুষদে ২ হাজার ৬৬০ জন, সার্জারি অনুষদে ১ হাজার ৯৩৮ জন এবং ডেন্টাল অনুষদে ১৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. অসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ।
শোক দিবসের কর্মসূচির মধ্যে আরো ছিল- সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর কোরআনখানি, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও দুপুর ১টা ৩০ মিনিটে অন্যান্য ধর্মাম্বলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান।
উল্লেখ্য, ‘রোগীর সেবায় হই আরো যত্নবান’ এ প্রতিপাদ্য ধারণ করে এবং নার্সিং সেবার মানোন্নয়ন ও সব ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে উন্নীতকরণের দৃঢ় শপথ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএসএমএমইউ।