শ্যামনগর অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৮ বাংলাদেশি আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ এরা হলেন- শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভামিয়া গ্রামের সাগর আউলিয়া, ধুমঘাট গ্রামের জয়ন্ত জোয়ার্দ্দার, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আফছার শেখ, কাশেম গাজী, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের রহিম গাজী, পশ্চিম কৈখালী গ্রামের আজিবার সানা, আতিয়ার গাজী ও ফিরোজ শেখ।

শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব কৈখালী কালিঞ্চি নদীর পাড় থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয় বলে বিজিবির কৈখালী বিওপির কমান্ডার সুবেদার আদিল জানান।

বিজিবি কর্মকর্তা আদিল জানান, আটককৃতদের কাছ থেকে একটি গরু, চারটি মোবাইলের সিম ও ৪০ রুপি পাওয়া গেছে। পাসপোর্ট আইনে শ্যমানগর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।