
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল মমিন (৩০) নামের এক বাসচালক নিহত হয়েছেন। তিনি বাহাদুর শাহ পরিবহনের বাসচালক ছিলেন।
বুধবার বিকেল ৫টার দিকে শ্যামপুর থানার মুন্সিবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে খালি গাড়ি নিয়ে মুন্সিবাড়ির সামনে আসেন আব্দুল মমিন। এ সময় তার বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় তিনি মারা যান।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।
নিহত চালকের বাবার নাম লিয়াকত হোসেন। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।