শ্রমজীবীদের মধ্যে খাবার বিতরণ করলো আরএনবি

জেলা প্রতিবেদকঃ  বেতনের টাকা থেকে যে যার মতো সাহায্য করে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে প্রায় শতাধিক দরিদ্র মানুষকে এ খাবার দেওয়া হয়।
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচির কারণে শ্রমজীবী মানু্ষদের আয়-রোজগার বন্ধ। তাদের অনেকে অনাহারে দিন কাটাচ্ছেন। তাই এসব মানুষদের সাহায্য করতে রেলওয়ের পূর্বাঞ্চলের আরএনবির সদস্যরা নিজেদের বেতনের টাকা থেকে যে যার মতো সাহায্য করে একটি তহবিল গঠন করে। সেই তহবিল থেকে অসহায় এসব মানুষকে খাবার বিতরণ করা হয়।
আরএনবি’র উপ-পরিদর্শক মো. শওকত হোসেন সজল বলেন, চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম স্যারের নির্দেশনায় ও কমান্ড্যান্ট আশবুল ইসলাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে দুই দিন ধরে অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০০ মানুষকে খাবার বিতরণ করা হয়।
আরএনবি পরিদর্শক আমান উল্লাহ বলেন, করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ থাকা অসহায় মানুষের সাহায্যের জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।