শ্রমিকদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহবান

সচিবালয় প্রতিবেদক : জনগণের ভোগান্তি নিরসনে আবারও পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের মধ্যেই তারা ধর্মঘট প্রত্যাহার করে নেবেন।

বুধবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তরে  সড়ক পরিবহন সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমার মনে হয় বিষয়টি (ধর্মঘট প্রত্যাহার) সক্রিয় বিবেচনায় আছে। আরো শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ আছেন। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে আশা করি খুব শিগগিরই একটি সমাধান এসে যাবে।’

তিনি বলেন, ‘একজন দুজন তো (ধর্মঘট প্রত্যাহারের) আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন না। প্রত্যেকটি সংগঠনের একটা নিয়ম আছে। তারা বসেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। কিছুক্ষণের মধ্যেই বসব।’

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, আজ দুপুর ১টায় এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষ নিয়ে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)  ভবনের ৭ম তলায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে মন্ত্রী ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।