শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজারের আবেদা সুপার মার্কেট অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫ জন দোকান মালিকদের মাঝে ২৮ নভেম্বর সোমবার উপজেলা প্রশাসন চত্বরে ঢেউটিন ও গৃহবাবদ অর্থ বিতরণ করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রান তহবিলের বরাদ্দকৃত অর্থায়নে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ত্রান শাখার ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মাঝে প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, জেলা আ’লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, আ’লীগ নেতা আমিরুল ইসলাম ও কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লহ তালুকদার প্রমূখ।