শ্রীমঙ্গলে অবশেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবশেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গলের বিটিআরআই গেস্ট হাউস অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বিজিবির রিজিওন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুল রহমান, সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।

এর আগে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের ২ দিনে মৌলভীবাজারে অনড় অবস্থানে থাকেন পরিবহন শ্রমিকরা।

স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওয়াতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচারের জন্য বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ দিতে বিজিবি আশ্বাস দিয়েছেন। যারা অপরাধ করেছে তাদের অনেককে ইতিমধ্যে ক্লোজড করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবির গাড়ি চালকের সঙ্গে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জেরে কিছু বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকরা শুক্রবার শ্রীমঙ্গল উপজেলায় ধমর্ঘট পালন করে। পরে বিকেলে পরিবহন শ্রমিকদের এক সমাবেশ থেকে শনি ও রোববার সারা জেলায় ধমর্ঘট আহ্বান করা হয়।