ক্রীড়া প্রতিবেদক : শততম টেস্ট খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ইমরুল কায়েস। আজ শনিবার দুপুরে তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা দেন। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের শততম টেস্টে মাঠে নামতে পারেন তিনি।
অবশ্য ইনজুরি কাটিয়ে নিজেকে প্রমাণ করেছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। আর সে কারণেই শ্রীলঙ্কার সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে না থাকলেও তাকে লঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন তিনি। সে কারণে দ্বিতীয় টেস্টে আর খেলা হয়নি তার। এরপর ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতেও গিয়েছিলেন তিনি। কিন্তু প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ায় সেখানে খেলা হয়নি তার।
এরপর দেশে ফিরে ঘরোয়া লিগে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলতে নামেন। প্রথম ম্যাচে এক ইনিংস ব্যাট করার সুযোগ পান। করেন ৩১ রান। এরপর ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে চট্টগ্রামে হাঁকান সেঞ্চুরি। খেলেন ১৩৬ রানের নজরকাড়া ইনিংস। সাভারে বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট হাতে করেন ৫৭ রান। অবশ্য দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার সুযোগ পাননি। প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে তিন ম্যাচে মাঠে নেমে করেন ২৩১ রান। আর সে কারণেই তাকে শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া হচ্ছে।