শ্রুতি ধরা পড়লেন

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে শ্রুতির প্রেমের গুঞ্জন শোনা যায়। প্রেমের বিষয়টি শ্রুতি স্বীকার না করলেও অস্বীকারও করেননি। এরপর গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে তাদের একসঙ্গে দেখা যায়।

সম্প্রতি ফের একসঙ্গে দেখা গেছে এই দুজনকে। মুম্বাইয়ের একটি বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাদের। গাড়িতে আলিঙ্গনরত অবস্থায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দিও হন তারা। এছাড়া মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পরস্পরের হাত ধরে ছিলেন মাইকেল-শ্রুতি। শুধু তাই নয়, কথিত প্রেমিককে নিয়ে রাগদেশ সিনেমাটি দেখতে গিয়েছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন তিগমাংশু ধুলিয়া। শ্রুতির পরবর্তী সিনেমা ইয়ারা পরিচালনা করবেন এ নির্মাতা।

এর আগে প্রেম নিয়ে গুঞ্জনে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেছিলেন, ‘আমি খুব সিরিয়াস সম্পর্কে আছি। আমার মনে হয় না এটি সবার ভাবার বিষয়। বন্ধু এবং পরিবারের লোকজন যারা আমার কাছে গুরুত্বপূর্ণ তারা সবাই জানে আমার জীবনে কী ঘটছে। আমি সিঙ্গেল আছি এটা বোঝানোর জন্য চুপ থাকি তা কিন্তু নয়।’

তিনি আরো বলেন, ‘আমি জানি না মানুষ এটি বুঝবে কিনা, কিন্তু ছোটবেলা থেকেই আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। আমার বাবা, মা, বোনেরও ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই। কিন্তু ব্যক্তিগত জীবন আমার কাছে খুবই মূল্যবান। যখন আমি কাউকে পছন্দ করি, তখন মনে হয়- ওহ! অবশেষে কিছু একটা পেলাম যা আমার। এ কারণেই এই বিষয়টি নিয়ে আমি চুপ থাকি।’

মাইকেল করসেলের জন্ম লন্ডনে এবং তিনি সেখানেই বড় হয়েছেন। তিনি নিজেও অভিনেতা। ২০১২ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। ‘ড্রামা সেন্টার লন্ডন’ থেকে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ব্রায়ান টিমনি অ্যাকটরস স্টুডিও থেকেও অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন। তবে মঞ্চ অভিনেতা হিসেবেই তিনি বেশি পরিচিত।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে শ্রুতি হাসান অভিনীত বেহেন হোগি তেরি। সিনেমাটি পরিচালনা করেছেন অজয় পান্নালাল। এতে শ্রুতির বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। সংঘামিত্রা নামের একটি সিনেমায় শ্রুতির অভিনয়ের কথা ছিল কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। এছাড়া বাবা কমল হাসানের সঙ্গে সাবাশ নাইড়ু সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন শ্রুতি।