রাজবাড়ী প্রতিনিধি : শ্রেণিকক্ষ ভর্তি শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে বসেই ক্লাস করছেন বিদ্যালয়ের সব শিক্ষক। আর পাঠদান করাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দার।
মঙ্গলবার দুপুরে এমনই একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন মোল্লা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি দূরীকরণ ও ফ্রি হ্যান্ড লেখা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার এসএসসি পরীক্ষার্থী-২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের একটি বিশেষ শ্রেণি পাঠদান করান।
এসএসসি পরীক্ষার্থী সাম্য ও সেতু জানায়, উপজেলা নির্বাহী অফিসারের এই ক্লাসে তারা অনেক কিছু শিখেছে। স্যারের দিক নির্দেশনাগুলো পরীক্ষার্থীরা মেনে চলার চেষ্টা করব।