ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে দলের নির্বাচনী অফিসে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা।