সংকটের দিনে খবর মিলল নুতুন সিনেমার

ছবি হচ্ছে না, ছবি চলে না, ছবি হয় না, ভাল সিনেমা পাচ্ছি না, এমন সংকটের দিনে আরেকটি নতুন ছবির খবর মিলল। পরিচালক মুহাম্মদ কাইয়ুম এর পরিচালনায় কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি আসতে যাচ্ছে হল গুলিতে।

পরিচালক জানান, ‘এটি বাংলাদেশের ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের চিরকালীন জীবনসংগ্রামের দিন নিয়ে সাজানো। যেখানে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার, লোকজ ঐতিহ্য এবং বিরূপ প্রাকৃতিক পরিবেশে হাওরের জল ও কাদায় মাখা প্রান্তিক মানুষের গল্প বলা হয়েছে।’

চলচ্চিত্রটির প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে পরিচালক জানান, একদল কৃষিশ্রমিক ধান কাটার কাজে হাওরে যাচ্ছে। হাওরে একটি পরিবারের চাষাবাদ ও অন্যান্য গৃহস্থালি কাজকর্ম করার বার্ষিক চুক্তিতে এ দলের সঙ্গে যাচ্ছেন যুবক সুলতান। অশীতিপর এক বৃদ্ধের সংসারে তাঁর ঠাই হয়। এই পরিবারের একমাত্র ছেলে আগের বছর হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ে পড়ে মারা যাওয়ায় পরিবারে কর্মক্ষম আর কেউ নেই।

তিনি জানান প্রায় আড়াই বছর ধরে ছবির দৃশ্যধারণ হয়েছে। এত সময় লাগার কারন হিসেবে তিনি বলেন, ‘হাওর ও বিল অঞ্চলে একেক মৌসুমে একেক রূপ থাকে। মানুষের জীবনযাত্রাও বদলে যায়। সেসব ধরতে চেয়েছি এবং ধরেছি। যে কারণে নানা মৌসুমে কাজ করেছি। সংগত কারণেই তাই এতটা সময় লেগে গেল,’ বলেন নির্মাতা মুহাম্মদ কাইয়ুম।

সিনেমাটির সংগীত পরিচালনা করছেন কলকাতার সাত্যকি ব্যানার্জি, এবং চিত্রগ্রহণ করেছেন মাজাহারুল রাজু। এতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমি ইসলাম, সামিয়া আকতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ।

এ শিল্পীর তালিকা বলছে, বড় পর্দার কোনো নায়ক-নায়িকা বা তারকা শিল্পী নেননি। কারণ সম্পর্কে পরিচালক বলেন, ‘প্রথমত হাওর অঞ্চলের খেটে খাওয়া মানুষের যে দেহগঠন, তার উপযোগী নন আমাদের বেশির ভাগ তারকা। তা ছাড়া আমার ছবির জন্য সময়টাও বেশি লেগেছে। এতটা সময় তারকা শিল্পীরা দেবেন না, দিলেও যে পারিশ্রমিক চাইবেন, তা আমি মেটাতে পারব না।’

সুলতান চরিত্রে রূপ দেওয়া উজ্জ্বল কবির বলেন, ‘আড়াই বছরে ৬০ দিনের বেশি শুটিং করেছি আমরা। সেখানকার জীবনযাত্রা খুব কষ্টের, বছরের ৮ মাসই পানিতে থইথই। আমার চরিত্রটি হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আনন্দ নিয়েই কাজটা করেছি। এমন একটি পাণ্ডুলিপি পাওয়া আমার অভিনয়জীবনের স্মরণীয় ঘটনা।’

জয়িতা মহলানবিশ বলেন, ‘এ ধরনের কাজে অনেক বাজেট দরকার। বাজেট সীমাবদ্ধতার ভেতর আমাদের পরিচালক কাজটা করেছেন। এটি একেবারেই বাংলাদেশের ছবি। শুধুই বাংলাদেশের প্রেক্ষাপটের ছবি।’

পরিচালক মুহাম্মদ কাইয়ুম জানান, ছবিটির সম্পাদনা, ডাবিংসহ ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন কালার কারেকশন চলছে। তাঁর ইচ্ছা, আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার।