সংখ্যাগুরু মানুষের সৃষ্টি

রাবি প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার শিকার মানুষদের সংখ্যালঘু বলা হলেও তারা নিজেদের সংখ্যালঘু মনে করেন না।সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানুষের সৃষ্টি।

সোমবার বেলা ১১টার দিকে নাসিরনগরসহ দেশের বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

রাবির সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ হামলা বাঙালি সংস্কৃতিকে বিলুপ্ত করার চক্রান্ত উল্লেখ করে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের ভিত্তি। যে রাজনৈতিক মতাদর্শেরই হোক এ চেতনায় আঘাতকারী আমাদের শত্রু। আমাদের উচিত মানবতার পতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি সংস্কৃতিকে রক্ষা করা।

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, হিন্দু মুসলমান আলাদা জাতি না ভেবে আমাদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। এ রকম হামলার প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা, দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর প্রমুখ।