নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের নিন্দা জানানো হয়।
বুধবার সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকে ওই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
সংসদ সচিবালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সূত্র জানায়, বৈঠকে নাসিরনগরের ঘটনা নিয়ে আলোচনা হয়। সংখ্যালঘুদের ওপর হামলাকারী ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি।
অন্যদিকে বৈঠকে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহমর্মিতা জানিয়ে নির্যাতনের নিন্দা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে তা প্রতিহত করতে বিশ্বের সকল বিবেকবান মানুষকে জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে ২০১৬ সালের হজ ব্যবস্থাপনা সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তা সমাধানের জন্য পরবর্তী হজগুলোতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।