সংখ্যালঘু পরিবারের বাড়ীঘর ভাংচুর ঘটনায় আসামীদের জামিনের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজার সংলগ্ন এলাকায় সংখ্যালঘু পরিবারের বাড়ীঘর ও পারিবারিক মন্দির ভেঙ্গে ফেলার ঘটনার আসামীরা আদালত থেকে জামিন পাওয়ায় সভা ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সন্ধায় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,
আ’লীগ নেতা শৈলেন কুমার, ৬নং ওয়ার্ড কমিশনার লিপু ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন খোকন।
সভায় বক্তারা বলেন, পাটগাতী বাজার সংলগ্ন এলাকায় সংখ্যালঘু পরিবারের বাড়ীঘর ও পারিবারিক মন্দির ভেঙ্গে ফেলার আসামী রুঙ্গু খলিফার ছেলে মুকুল, ইয়াছিন, পান্না, নুরু মিয়া রাজাকারের ছেলে মাহমুদ মিয়া, মাহমুদ মিয়ার ছেলে মিশু মিয়া, শাহজাহান শেখের ছেলে তাইজুল শেখ, রশিদ খলিফার ছেলে সাচ্চু শেখ, শাহজাহান মিস্ত্রিরির ছেলে ওসমান মিস্ত্রি, খোকা মিয়া শেখের ছেলে ইয়াবা ব্যবসায়ী ইয়াছিন শেখসহ যারা এ হামলায় অংশ নেয় তাদের সঠিক বিচার না করে আদালত তাদের জামিন প্রদান করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সভা শেষে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা নেতৃতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেরা আওয়ামীলীগ কার্যলয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।