সংঘবদ্ধ ভিডিও পাইরেসি চক্রের ১৭ সদস্য আটক

আটক

নিজস্ব প্রতিবেদক :গাজীপুরের পৃথক জায়গায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ভিডিও পাইরেসি চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের বোর্ড বাজার ও টঙ্গী এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, এ বিষয়ে দুপুর ২টায় উত্তরা র‌্যাব-১ এ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।