মাহবুব রহমান ঃ সময়ের সাথে তালমিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তার সাথে প্রযুক্তির আলো ছড়িয়ে পড়ছে সারা দেশে। আর দেশ জুড়ে বিস্তিতি লাভ করেছে দ্রুত গতির ইন্টানেট। অগ্রগামী বিশ্বের সংঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে ও জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন নিউজ পোর্টাল। এখনকার ঘটে যাওয়া ঘটনার সংবাদ মুহূর্তের মাঝে পৌঁছে যাচ্ছে সবার কাছে। স্বল্প খরচ ও দ্রুত গতির ইন্টানেটের কারনে এর মাধ্যমে উদ্যোক্তার আগ্রহ বাড়ছে। সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে যে কিছু নিউজ পোর্টাল গুলোতে নগ্নতা,অশ্লীলতার ছড়াছড়ি, যা আজ অনলাইন নিউজ পোর্টাল পাঠকদের কাছে অসস্থির কারণ হয়ে উঠেছে। বর্তমান আমাদের দেশে অনলাইন নিউজ পোর্টালের ৬০/৭০ ভাগ পাঠই অল্প বয়সি তরুন তরুনী, এই তরুন তরুনীদের এই সব আপত্তিকর পোষ্ট দ্বারা নানা ভাবে প্রভাবিত করছে নিউজ পোর্টাল গুলো। এই সব নগ্নতা,অশ্লীলতা থেকে আমাদের সত্য গ্রহন যোগ্য ও তথ্যযুক্ত নিউজ পোর্টালের দিকে নজর দিতে হবে। এ বিয়য়ে অন্যদেরও সচেতন করতে হবে।