ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর তাই ডিটাচমেন্ট অব নিউরো সেন্সরি রেটিনা রোগ আক্রান্ত দেলোয়ারের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এক আমেরিকা প্রবাসী।
দৈনিক বায়ান্নর আলো এবং অনলাইন পত্রিকা ইনিউজ৭১.কম সহ বিভিন্ন পত্রিকায় ‘চোখের আলো ফিরে পেতে চায় দেলোয়ার’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ায় দেলোয়ারের পাশে দাড়িয়েছেন শিলখূড়ি ইউনিয়নের কাঠগীর গ্রামের মৃত মফিজ উদ্দিন মাস্টারের ছেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট্য ব্যবসায়ী সাইফুর রহমান। মঙ্গলবার দুপুরে সাইফুর রহমান এর পক্ষে তার ভাই ফারুক আহম্মেদ ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হকের হাতে দেলোয়ারের চিকিৎসার জন্য নগদ ৩০ হাজার টাকা তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা সাংবাদিক ফোরাম সম্পাদক ও দৈনিক বায়ান্নর আলো এবং ইনিউজ৭১.কম প্রতিনিধি শামসুজ্জোহা সুজন, যায়যায় দিন প্রতিনিধি মাঈদুল ইসলাম মুকুল, বাংলাদেশ সংবাদ২৪.কম প্রতিনিধি আজিজুল হক ও শরিফুল আলম প্রমুখ।