সংবাদ সংগ্রহকালে কন্টাক্ট গার্ডের ধমক’কে কেন্দ্র করে তর্ক বিতর্ক

সংবাদদাতা: বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকা-নোয়াখালী চলাচল কারি একমাত্র ট্রেন উপকূল এক্সপ্রেস।
নোয়াখালী থেকে আখাউড়া হয়ে ঢাকায় চলাচল করে জনপ্রিয় এই ট্রেনটি, টিকেট সীমিত হওয়ায় কাউন্টার থেকে টিকেট না পেয়ে গাড়িতে ভ্রমণ করতে প্রতিনিয়ত শতাধিক যাত্রী, তাছাড়া গাড়িতে টিটিই সদস্যগণ প্রতিনিয়ত দায়িত্ব পালন করেন অবশ্যই গাড়িতে টিকেট করা হয়ে থাকে তাও কাউন্টার টিকেটের চেয়ে দ্বিগুণ বেশি টাকায় জরিমানা সহ ভাড়া আদায়, কিন্তু সবচেয়ে বেশি টিকেটবিহীন যাত্রী বহন করেন ট্রেনে থাকা দুটি খাবার গাড়িতে ক্যাটারাস কর্মীগণ আরএনবি সদস্য সহ নিয়োজিত সকল কর্মীগণ।
১১/০২/২০২৫ ইং তারিখের রোজ মঙ্গলবার সকাল ১০ টাই উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে স্টপেজ দেন। মুহূর্তেই কিছু টিকেটবিহীন যাত্রী ট্রেনে থাকা পরিচালকের কম্পার্টমেন্ট দরজাটি ব্যবহার করে গাড়িতে ওঠেন বিষয়টি চোখে পড়তেই যাত্রী পরিচয়ে ওঠার চেষ্টা করেন জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার প্রতিনিধিগন ঘটে যাওয়া ঘটনার দুদিন আগে থেকেই অনুসন্ধান করে যাচ্ছেন এই সংবাদটি পরিপূর্ণ করার জন্য সংবাদ স্বার্থে এই দরোজায় দাঁড়ানো ছিল উদ্দেশ্য।গাড়িতে দায়িত্বরত কর্মীগণ বিষয়টি টের পান তাই গাড়িতে ওঠার আগেই কন্ট্রাক্ট গার্ড মোঃ রফিকুল এর মুখোমুখি হতে হল।
কনট্রাক্ট গার্ড মোঃ রফিকুল কে বলা হলো আপনার এই দরজাটা ব্যবহার করে ভিতরের বগিতে যেতে চাচ্ছি তখন তিনি টিকেট চান কিন্তু গাড়িতে ভ্রমণ করব না বলা হয়েছে তাও তিনি প্রথম থেকেই ধমক দিয়ে কথা বলা শুরু করেন একপর্যায়ে অবৈধ যাত্রী বলে আখ্যায়িত করেন কিন্তু প্রতিনিধিগণ গাড়িতে ভ্রমণকারী ছিলেন না।
কিছু মানুষের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে সেখানে উপস্থিত হন এবং অন্যান্য যাত্রীগণ এই বিষয়টি অবগত আছেন কোন সংবাদ কর্মীর কাজ কারো সাথে অসদাচরণ করা নয় আমাদের গাড়িতে প্রবেশের অনুমতি দেননি আমরা উঠিনি কিন্তু জঘন্য ভাষায় গালমন্দ করাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয় বিষয়টি খুব দুঃখজনক বলে মনে করছেন সাধারণ জনতা।
ঘটনার দিন শেষে রাতে কল করেন কন্টাক্টগার্ড রফিকুল এবং সংবাদ প্রতিনিধির কাছে দুঃখ প্রকাশ করেন মিস্টেক হয়েছে বলে নিউজ ডিলিট করার জন্য অনুরোধ করেন।