সংযোগ সড়কের অভাবে ব্রীজ অচল ! দুর্ভোগে স্কুল ছাত্রছাত্রী

সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া থেকে আটপাড়া স্কুলে যাওয়ার পথে, খালের উপর নতুন ব্রীজ ৪/৫ গ্রামের চলাচলের জন্য রাস্তায় ব্রীজ নির্মাণ হয়েছে। মাটি ভরাট না থাকাতে সেতুর উপর দিয়ে জন সাধারনসহ কচিকাঁচা  ছাত্রছাত্রীদের চলাচলে ভোগান্তির স্বীকার হয়েছে। এ বিষয়ে আটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াছমিন  পারভীন বলেন, সেতুর দু’পাশ দিয়ে প্রায় ৪/৫ ফুট উঁচু মাটি নেই, তাতে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের একে অপরকে টেনে তুলতে হচ্ছে। বৃষ্টির দিনে তা ভয়াবহ রূপ নেয়, ছাত্রছাত্রীদের হাত থেকে বই পরে গড়িয়ে নিচে যেয়ে পানিতে ভিজে যায়, টিফিন ও ওয়াটার পট, জ্যামিতি বক্সসহ অনেক কিছুই খোয়াতে হয় ছাত্রছাত্রীদের। এতে প্রায় দুই এলাকার ৩/৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষের চলাচলে দূর্ভোগে পড়েছে। আমাদের প্রাণের দাবি সরকার বাহাদুরের কাছে আমার আকুল আবেদন তিনারা জেন এব্যপারে পদক্ষেপ নিলে ছাত্রছাত্রী, এলাকার জনগনসহ আমরা উপকৃত হব। এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা বলেন, সেতুটি দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয়েছিল। আমি শ্রীনগরে নতুন জয়েন্ট করে বিষয়টি জানতে পেরেছি, ঠিকাদারকে বলেছি মাটি ভরাট করে দিতে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি নিয়ে দেখতে বলা হয়েছে। অতঃপর এ বিষয়ে আটপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খানকে জিজ্ঞাসা করলে তিনি জানান, প্রকল্প বাস্তবায়ন ও ঠিকাদারের সাথে কথা বলে দেখি কি করা যায়।