সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানির জন্য নতুন করে বিচারপতি নিয়োগের প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানির জন্য নতুন করে বিচারপতি নিয়োগের প্রয়োজন নেই। আপিলের বিভাগের থাকা পাঁচজন বিচারপতি রিভিউ শুনানি করতে পারবেন।’

মঙ্গলবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের রুলস পড়ে আমার যে ধারণা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, তাতে আমি বলতে পারি নতুন বিচারপতির জন্য রিভিউ পিটিশন শুনানি বন্ধ থাকবে না। আপনারা যদি দেখেন সুপ্রিম কোর্ট রুলসে বলা আছে, যত দূর সম্ভব যে বেঞ্চ এটা শুনানি করেছিল সেই বেঞ্চই এটা রিভিউ শুনানি করবে। সেক্ষেত্রে আমার মনে হয় না নতুন করে জাজ অ্যাপয়ন্টমেন্ট দিতে হবে। পাঁচজন বিচারপতি শুনানি করতে পারবেন।’

যদিও এর আগে গত ২৪ জানুয়ারি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমি এই সাবকন্টিনেন্টে যতগুলো মামলা দেখেছি, বিশেষ করে ভারতে যে সাংবিধানিক মামলাগুলো হয়েছে, যে মামলাগুলো পাঁচজন বিচারপতি বা সাতজন বিচারপতি করেছেন সেগুলোর যদি উল্টানোর প্রয়োজন হয় বা পুনর্বিবেচনার প্রয়োজন হয় প্রতিটি ক্ষেত্রেই তার সমান সংখ্যক বা বেশি সংখ্যক বিচারপতিই করেছেন। তবে আমাদের আপিল বিভাগের রুলসে আছে অ্যাসপার অ্যাস পসিবল, যতখানি সম্ভব হয়।’

প্রধান বিচারপতি নিয়োগে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নাই যে, মহামান্য রাষ্ট্রপতি কবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। এটা যেহেতু সংবিধানের ৯৫ অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, এটা রাষ্ট্রপতির এখতেয়ার। আমি সত্যি সত্যি জানি না কবে দেবেন। আমি আশা করব খুব শিগগিরই হবে। এর থেকে বেশি কিছু বলতে পারব না।’

গেজেট প্রকাশ ও রিভিউ ফাইল করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সরকার, বিএনপি আইনজীবীদের এই বক্তব্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘প্রথম কথা হচ্ছে, ডিসিপ্লিনারি রুলসের মধ্যে যেসব জিনিস বিধি হিসেবে রাখা হয়েছে তার মধ্যে ২৯(২) বিধিতে বলা আছে, রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মতপার্থক্য হয়ে যায় এবং আলোচনার পরও যদি সেটা নিরসন না হয় তাহলে সুপ্রিম কোর্টের মতামত প্রাধান্য পাবে। এখানেই তো পরিষ্কার যে বিচার বিভাগের স্বাধীনতার আসল পয়েন্ট হচ্ছে এটা- যদি সুপ্রিম কোর্টের কন্ট্রোলে থাকে তাহলে বিচার বিভাগ স্বাধীন থাকবে। এটা কিন্তু নির্বাহী বিভাগের কন্ট্রোলে না। এটা নির্বাহী বিভাগে নেওয়ার চেষ্টাও করা হয়নি।’

তিনি বলেন, সব বিবেচনায় সংবিধান যা বলে দিয়েছে, সেটাকে প্রাধান্য দিয়ে সেক্ষেত্রে এই ডিসিপ্লিন রুলস করা হয়েছে। ওনাদের মতো আইনটা পকেটে নেওয়ার জন্য জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত করেছেন। এই রকম জিনিস আমরা করিনি। আমরাতো ডিসিপ্লিন রুল করে দিয়েছি। বিচার বিভাগ স্বাধীন এই জিনিসটা ওনাদের কারণেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে হয়েছে ১ নভেম্বর ২০০৭ সালে। আমরা শুধু আইনের শাসনটা দেশে ফিরিয়ে দিয়েছি। আর রিভিউ করার অধিকার তো সকলের আছে। সংবিধান সেই অধিকার সকলকে দেয়। এটা সরকারকেও দেয়। আমরা রিভিউ করেছি বিবেচনা হচ্ছে আদালতের।’

তিনি বলেন, ‘ওনারা (বিএনপি) তো পকেটে নিয়ে রেখেছিলেন, সেটা থেকে বের করে নিয়ে আমরা আস্তে আস্তে বিচার বিভাগকে একটা মর্যােদার আসনে বসাচ্ছি। সেই জন্যই ওনাদের এতো গাত্রদাহ।’