সংশোধিত এডিপির আকার হচ্ছে ১ লাখ ১৯ হাজার ২৯৫ কোটি ৯৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সরকারি তহবিল থেকে অর্থের পরিমাণে কোনোরকম পরিবর্তন আনা ছাড়াই সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) চূড়ান্ত করা হয়েছে। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মতো আরএডিপিতে সরকারি তহবিল থেকে জোগানের পরিমাণও  থাকছে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।

এ ছাড়া বৈদেশিক সহায়তা থেকে ৩৩ হাজার কোটি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫৯৫ কোটি ৯৭ টাকা অর্থায়ন করা হবে। ফলে চলতি ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত এডিপির আকার হচ্ছে ১ লাখ ১৯ হাজার ২৯৫ কোটি ৯৭ লাখ টাকা।

মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ আরএডিপির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা।

জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দই ঠিক রেখেই মূল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ অনুমোদিত হয়েছে। ফলে এডিপির বরাদ্দ বাড়েনি বা কমেনি। তবে বরাদ্দের আন্তঃবণ্টন হবে।

প্রসঙ্গত, পদ্মা সেতু ও মেট্রোরেলসহ ১০টি মেগা প্রকল্পকে গুরুত্ব দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার এডিপি অনুমোদন দেয় সরকার।

এবারও মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অথবা আবদারের পরিপ্রেক্ষিতে আরএডিপি চূড়ান্ত হয়েছে। তবে আরএডিপিতে ১ লাখ ১৬ হাজার ২৬৩ কোটি ১৭ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করেছিল পরিকল্পনা মন্ত্রণালয়।