সংসদের ১৭তম অধিবেশন আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ অধিবেশনের মেয়াদকাল হবে পাঁচ দিনের।

রোববার দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সপ্তদশ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আজ রোববার শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল ৫ টায় শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইনউদ্দীন খান বাদল এবং আনিসুল হক উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২২ আগস্ট সংমদ অধিবেশন আহ্বান করেন। গত ১৩ জুলাই সংসদের ১৬তম বা বাজেট অধিবেশন শেষ হয়েছিল।