নিজস্ব প্রতিবেদক : দেশ ও জাতির জন্য বিরল সম্মান অর্জন করায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদের পক্ষ থেকে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার কার্যপ্রণালী বিধি প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এর আওতায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এই প্রস্তাব উত্থাপন করেন।
প্রস্তাব উত্থাপনের পর এ বিষয়ের উপর সাধারণ আলোচনা শুরু হয়। শুরুতে শেখ ফজলুল করিম সেলিম আলোচনা করেন। বিরোধীদল জাতীয় পার্টি ও অন্যান্য দলের সংসদ সদস্যরা সেই প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অংশ নেন।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে নারী-পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য ‘প্লানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সব পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন গত শুক্রবার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংবর্ধনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক পুরস্কার ও ১৩টি সন্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।