নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অফিসে গুলি করার দায়ে মাসুদ রানা নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী মোশারফ হোসেন ভূঁইয়া (২১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
কখন, কোথা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি। তবে ওই বার্তায় মাসুদ রানাকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে বিকাল ৫টর দিকে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ১৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে গোলাম দস্তগীর গাজীর পল্টন টাওয়ারের অফিসে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মোশাররফকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়।