নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের পর্যটন খাত এখন শুধু বিনোদন ও ভ্রমণ নয়, এটি আমাদের সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে জড়িত। ফলে এ খাতকে এগিয়ে নিতে পর্যাপ্ত বিনিয়োগের দরকার।
রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পর্যটন সাংবাদিকতায় ফেলোশিপ-২০১৭’ এর সনদ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় পর্যটন খাতে বিশেষ অবদান রাখার জন্য ১১ জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, ‘পর্যটন খাতকে সমৃদ্ধ করতে আমরা ৭টি বিভাগ ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছি। যার মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়িয়ে এ খাতে কর্মসংস্থান করা হবে। তবে দ্রুত এ খাতকে সমৃদ্ধ করতে হলে সরকারি এবং বেসরকারিভাবে বিনিয়োগ বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘এ খাতের অবকাঠামোগত উন্নয়ন গত ৩ বছরে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে এ খাত মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি পাচ্ছে। ফলে এই ধারাকে অব্যাহত রাখতে প্রচুর বিনিয়োগ দরকার।’
মেগা প্রজেক্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০২১ ও ২০৪১ সালকে সামনে রেখে বর্তমান সরকার বিভিন্ন খাতে মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। এর মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। পর্যটন খাতকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে এ খাতেও মেগা প্রজেক্ট দরকার। এর ফলে শুধু জিডিপিই বাড়বে না, প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন বলেন, ‘পর্যটন খাতের উন্নয়নে আমরা ইকো ট্যুরিজমের ব্যবস্থা শুরু করেছি। এর জন্য আমাদের দক্ষ জনবল দরকার। সে লক্ষ্যে আমরা ৭টি বিভাগে ৭০০ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়েছি।’
এটিজেএফবির সভাপতি নাদিরা কিরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এটিজেএফবির সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।